মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বালিগঞ্জ ও আসানসোল লোকসভার কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা

baliganj-and-asansol-lok-sabha-congress-candidate-list-announced
চিত্র: কং-প্রার্থী তালিকা ও প্রার্থী প্রসেনজিৎ পুইটুন্ডি

ওয়েব ডেস্ক: গত কয়েকদিন আগে বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার জন্য বেশ কিছু প্রার্থীর নাম আআইসিসি-তে পাঠানো হয়েছিলো। কথা ছিলো সোমবার দিন সেই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। অবশেষে মঙ্গলবার এআইসিসি পক্ষ থেকে আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আসানসোলে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন প্রসেনজিৎ পুইটুন্ডি (Prasenjit Puitundy) এবং বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী হয়েছেন জনাব কামুজ্জামান চৌধুরি। গত বিধানসভা ভোটে বামেদের সাথে জোট করে লড়েছিল কংগ্রেস। অবশ্যই সেই জোটের শরিক হিসেবে আব্বাস সিদ্দিকির নয়া দল আইএসএফ (ISF)। জোট করেও ম্যাজিক ফিগারে জিতে যায় তৃণমূল-কংগ্রেস। খালি হাতে ফিরতে হয় বাম-কংগ্রেসকে। 

প্রসঙ্গত, সেই জোট সম্পকে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধির রঞ্জন চৌধুরি রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে দায়িত্ব নিয়েছিলেন বামেদের সাথে আলোচনাতে বসার, কিন্ত আলোচনার মধ্যেই বামেরা উপনির্বাচনের তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। ফলস্বরুপ, আলোচনা পুরোপুরি ভেস্তে যায়। বামেদের পক্ষ থেকে আসানসোলে পার্থ মুখোপাধ্যায় যিনি সিপিএমের রাজ্য কমিটির একজন সদস্য এবং বালিগঞ্জের প্রার্থী হন সায়রা হালিম।  

চিত্র: কংগ্রেসের প্রার্থী তালিকা

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: