বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

সোনা-নগদ লক্ষ টাকা পাচার করার আগেই গেপ্তার মালদায়

before-smuggling-gold-and-lakhs-of-rupees-to-gepta-malda
চিত্র: গেপ্তার পাচারকারী

বিশ্বজিৎ মন্ডল: নগদ টাকা ও প্রায় তিন কেজি সোনা সহ চার জনকে গ্রেফতার করল ডিরেক্টর অফ রেভেনিউ ইনটেলিজেন্স। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷ ডিআরআইয়ের কাছে বিশেষ সূত্রে খবর ছিল, সোনা পাচারে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কয়েকজন জড়িত হয়েছে । তথ্য অনুযায়ী তদন্তে নেমে দক্ষিণ দিনাজপুরের তিন পাণ্ডা দিলীপ দাস, পীযুসকান্তি ঘোষ ও অতুল দাসকে আটক করে ডিআরআইয়ের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে উঠে আসে মালদার একজনের নাম। সেই সূত্র ধরে গতকাল রাতে আধিকারিকরা ইংরেজবাজারের যদুপুরে মহম্মদ মালেকের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ ২১ লক্ষ ৯৬ হাজার ৫০০ টাকা। ধৃত চার ব্যক্তির হেপাজত থেকে মোট উদ্ধার হয় ৩ কেজি সোনা।

আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় বলেন, “শিলিগুড়ি, মালদা ও বহরমপুরের ডিরেক্টর অফ রেভেনিউ ইনটেলিজেন্সের টিম জয়েন্ট রেডে চারজনকে ধরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের কাছে সোনা রয়েছে। তাদের হেপাজত থেকে প্রায় ৩ কেজি সোনা ও নগদ ২২ লক্ষ টাকা উদ্ধার হয় । ধৃতদের আজ আদালতে পেশ করা হয়। ধৃতদের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা বিদেশি সোনা নিয়ে মালদায় এসেছিল। হাওড়া থেকে তারা সেই সোনা বিভিন্ন জায়গায় পাচার করত।

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: