মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে মস্কোর পাশে থাকার বার্তা বেজিংয়ের

beijing-message-is-to-stay-next-to-moscow
চিত্র: চিন ও রাশিয়ার দুই রাষ্ট্রপ্রধান

ওয়েব ডেস্ক: একদিকে যখন বিশ্বে কোনঠাসা রাশিয়া তেমনি অন্যদিকে মস্কোর পাশে থাকার বার্তা বেজিংয়ের। জানা যায়, কিছু মাস আগেই রাশিয়া-চিন বৈঠকে বসেছিলেন। সেখানেই শর্তহীন বন্ধুত্বের ভিত পাকা হয়েছিল। এদিকে চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই সাংবাদিক বৈঠক করে জানান, "চিন ও রাশিয়ার বন্ধুত্ব মজবুত, চিন ও রাশিয়ার সম্পক বিশ্বের মধ্যে অন্যতম দ্বিপাক্ষিক সম্পক"। অন্যদিকে চিনকে পশ্চিমী দেশগুলোর সমালচনার মুখে পড়তে হচ্ছে। 
তাদের দাবি, মস্কোর দীর্ঘদিনের বন্ধু চিন! আর চিন নিজেই বলে তাদের ও মস্কোর সম্পক অতন্ত্য মজবুত। তাহলে চিন কেন রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যস্থতায় সামিল হচ্ছেনা! যেহুতু চিন বার বার আন্তজার্তিক মহলে দাবি করে "বিশ্বে শান্তি স্থাপনে অনন্য দেশ গুলির সাথে কাজ করতে চাই, প্রয়োজনে আমরা মধ্যস্থতাও করব!  
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: