চিত্র: বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি |
ওয়েব ডেস্ক: যত দিন যাচ্ছে রাশিয়ার সেনা ইউক্রেনের রাজধানী কিভের দিকে এগোচ্ছে। দেশের ভিতরে যদিও ইউক্রেনের সেনারা প্রতিরোধ করছে তাদের বিভিন্ন অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে পশ্চিমী দেশগুলি। "যারা ভাবছেন এই যুদ্ধে রাশিয়া হারবে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ইউক্রেনের হাতে আর দু'ই সপ্তাহ আছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি হয় শান্তি চুক্তিতে সই করুক নয় আত্মসমর্পণ করুক"। এমনই মন্তব্য করলেন রাশিয়ার উত্তর-পশ্চিমের দিকে অবস্থিত বেলারুশ দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। জানা যায়, তিনি এই মত জাপানি এক টিভি চ্যানেলে ব্যাক্ত করেন। তিনি আরও বলেন, "এই যুদ্ধে রাশিয়া হারবে না, তা আমি নিশ্চিত। যুদ্ধ বন্ধ করতে একমাত্র পথ শান্তি চুক্তিতে সই করা যা এখন বাকি। আমি ভালো ভাবেই জানি রাশিয়া এই প্রস্তাব ইতিমধ্যে ইউক্রেনকে দিয়েছে। ইউক্রেন যদি এই প্রস্তাবে সই না করে তাহলে আগামীতে আত্মসমর্পণ করতে হবেই"।
- Published By: BIPRADIP DAS
0 Comments: