চিত্র: ইউক্রেন ফেরত তন্নীষ্ঠা রায় |
সজল দাশগুপ্ত: পরিবারের দীর্ঘ উৎকন্ঠার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে ইউক্রেন থেকে বাড়ি ফিরল আলিপুরদুয়ারের শোভাগঞ্জ এলাকার বাসিন্দা বছর বাইশের তন্নীষ্ঠা রায়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের নবম দিনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে দেশে ফিরেছে তন্নীষ্ঠা। যুদ্ধবিধস্ত ইউক্রেন থেকে প্রথমে ট্রেনে করে পোল্যান্ড সীমান্তে পৌঁছায় সে, তারপর সেখান থেকে ভারত সরকারের উদ্যোগে বাসে করে পোল্যান্ডে প্রবেশ করে একরাত হোটেলে থাকে। এরপর শুক্রবার নিরাপদে আলিপুরদুয়ারের বাড়িতে ফিরে সে। যুদ্ধ শুরু হবার পর থেকে মেয়ের অবস্থা চিন্তা করে নাওয়া খাওয়া ভুলেছিলেন রায় পরিবার। এদিন মেয়েকে কাছে পেয়ে তাই নিশ্চিন্ত হয়েছে মা বাবা। তবে মেয়ে ফিরলেও মেয়ের ডাক্তারি পড়া নিয়ে যথেষ্ট উদ্বেগেই আছেন তননিষ্ঠার বাবা মা । যুদ্ধ থামলে মেয়েকে আবার ডাক্তারি পড়া শেষ করতে ইউক্রেন পাঠাবে তার পরিবার।
- Published By: BIPRADIP DAS
Categories:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
পশ্চিমবঙ্গ রাজ্য
0 Comments: