চিত্র: ইউক্রেন থেকে আসা Sunflower Oil |
সজল দাশগুপ্ত: একদিকে ইউক্রেন-রাশিয়া সংঘাত। আর অন্যদিকে বাংলার শিলিগুড়িতে সাদা তেল কিনে চলেছেন স্থানীয় সাধারন মানুষ। ইউক্রেন থেকে আসে Sunflower Oil নামক একটি সাদা তেল। তাই আপাতত আসবে না সাদা তেল। তাই শিলিগুড়িতে সাদা তেল কেনার হিড়িক সাধারন মানুষের মধ্যে।শিলিগুড়িতে সাদা তেল কিনতে বিভিন্ন বাজারে এবং দোকানে ভীড় বাড়াচ্ছেন সাধারন মানুষ। শিলিগুড়িতে সাদা তেল এখন প্রতি লিটার ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। দিন কয়েক আগেই খবর প্রকাশ হয়েছিল রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে আন্তজার্তিক স্তরে অশোধিত তেলের দাম বৃদ্ধি হবে। আর তাতেই আগামীতে যাতে হিমশিম না খেতে হয় তাই অগ্রিম তেল কিনে বাড়িতে রেখে মজুত করছেন সাধারন মানুষ।
বিধান মার্কেট, সুভাষপল্লী বাজার এবং হায়দারপাড়া বাজার সব জায়গাতেই সাদা তেল প্রায় নেই বললেই চলে। বিক্রেতারা জানিয়েছেন, এইভাবে যদি আরো দু'তিন দিন সাদা তেল তুলে নেয় সাধারন মানুষ তবে সারা বাংলা থেকেই উবে যাবে সাদা তেল। শিলিগুড়ি,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সাদা তেলের বিক্রি বেড়ে গেছে আগের চাইতে ৫ গুন। তাই বিক্রেতারা জানিয়েছেন, এইভাবে আর কতদিন এরপরে বেশী দাম দিয়েই কিনে আনতে হবে সাদা তেল। শুধু তাই নয় এরপরে সাদা তেলের দাম লিটার প্রতি ৩০০ টাকাও হতে পারে বলে জানিয়েছেন ব্যাবসায়ীরা।
- Published By: BIPRADIP DAS
0 Comments: