বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

অনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই জয়ী সিপিআইএম প্রার্থী, বিজেপি প্রায় নিশ্চিহ্ন

cpim-candidate-sanjeb-mallick-won-while-sitting-in-jail-on-average-in-anubrat-mandal
চিত্র: জয়ী সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক

নিজস্ব সংবাদদাতা: অনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই জয়ী সিপিআইএম প্রার্থী৷ রামপুরহাট পৌরসভায়  ১৭ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক ১৫৩ ভোটে জয়লাভ করেছেন। জেলার ৫টি পৌরসভার মধ্যে এই একটি মাত্র ওয়ার্ডে খাতা খুলেছেন বিরোধী প্রার্থী। বীরভূম জেলায় ৫টি পৌরসভাতেই ঘাসফুলের জয়জয়কার। সব পৌরসভার সব ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা৷ শুধুমাত্র বিরোধীদের ঝুলিতে  রামপুরহাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী সঞ্জিব মল্লিক৷ 

telecom-care-mobile-repairing-training-centre-hooghly

বিজেপি কার্যত নিশ্চিহ্ন এই জেলায়। ২৭ শে ফেব্রুয়ারি নির্বাচনের দিন ইভিএম ভাঙার অভিযোগে সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক-সহ দুই নেতাকে গ্রেফতার করে পুলিশ ৷ ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷ ফল প্রকাশের সময়ও তিনি জেলেই৷ জেলে বসেই অনুব্রতর গড়ে ঝান্ডা গাড়লেন সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক। সিপিআইএম-এর বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, "গণতন্ত্র হত্যার উৎসবে তৃণমূল জয়লাভ করেছে ৷ দেদার ছাপ্পা, ভোট লুঠ হয়েছে৷ ভোট যাতে না করাতে পারে, তার জন্য আমাদের প্রার্থীকে গ্রেফতার করেছে৷ জেলে থেকেই তিনি জয়লাভ করেছেন এই জয় সাধারণ মানুষের জয়।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: