চিত্র: ট্রেনে জামা-কাপড় বিক্রি করছে বৃষ্টি পাল |
ওয়েব ডেস্ক: ২০১১ সাল থেকেই রাজ্যের চাকরির অবস্থা ধীরে ধীরে কোমায় চলে গেছে। স্কুলে শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতি। এমন বহু শিক্ষক আছেন যারা মেধাবি তালিকায় নাম না থাকলেও চাকরির নিয়োগ পত্র পেয়ে গিয়েছিলেন। এরপর তো রয়েছে বিভিন্ন শিল্প স্তরের বিভিন্ন কারখানা সেগুলোও বন্ধের পথে। রাজ্যের বেশির ভাগ জুটমিল বন্ধ। এদিকে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন জনসভায় ভাষণ দিতে এসে বলতে শোনা গেছে, চপশিল্প, কাশফুল শিল্প, এছাড়াও ঘাস এক্সপোর্ট করা সহ বিভিন্ন অনুপ্রেরণামূলক ব্যবসার কথা। অন্যদিকে বিভিন্ন সরকারি প্রতিস্থান গুলি বেসরকারিকরণের পথে কেন্দ্রীয় সরকারের দ্বারা। তাই দেশের পাশাপাশি রাজ্যেও চাকরির বাজার মন্দা চলছে। উচ্চ শিক্ষিত হবার পরেও কাউকে চা কফি বিক্রি করতে হচ্ছে, কাউকে আবার চপ সিঙ্গারা।
এবার সেই দলে নাম লেখালেন বৃষ্টি পাল,ভালো নাম সুপ্রিয়া পাল। ভূগোলে তিনি এমএ, বিএড করেছেন। তারপরেও কোন চাকরি পাননি, তাই বাধ্য হয়ে সংসারের হাল ধরতে মহিলাদের এবং শিশুদের জামা কাপড় লোকাল ট্রেনে বিক্রি করছেন। আগে তিনি ঘুরে ঘুরে জামা কাপড় বিক্রি করতেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন তার শ্বশুর মারা যাওয়ার পরে স্বামীর কাজ চলে যায়। বাধ্য হয়ে সংসারের হাল ধরার জন্য জামা কাপড় বিক্রির ব্যবসা শুরু করেন। তার একটি সাত বছরের মেয়ে রয়েছে, এছাড়া স্বামী এবং শাশুড়ি বর্তমান। একেক সময় পরিস্থিতি এমন ছিল অন্যের কাছ থেকে চাল ধার করে রান্না করে খেতে হয়েছে। মেয়ের মুখে ভালো ভালো খাবার তুলে দিতে পারেননি। সংসারের হাল ধরার জন্য তিনি এই কাজ বেছে নিয়েছেন, এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন ভালোই উপার্জন হচ্ছে তার। কোন কাজই ছোট নয়, সৎ পথে যে কোনো কাজ মর্যাদার।
- Published By: BIPRADIP DAS
0 Comments: