চিত্র:বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল |
ওয়েব ডেস্ক: গত ১৪-ই ফেব্রুয়ারি গরু পাচার কান্ডে বীরভূমের (Birbhum District) জেলা সভাপতিকে তলব করে সিবিআই। কিন্তু সেই বারে সিবিআইকে এড়িয়ে যায় অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। এরপর একাধিকার বার অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠানো হয়। তা সত্ত্বেও জবাব দেয়নি। এদিকে জেলা সভাপতি অনুব্রত কলকাতা হাইকোর্টে সিজ্ঞেল বেঞ্চে আবেদন জানায় কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় এরপর ডিবিশন বেঞ্চে যান। উল্লেখ্য, হাইকোর্টের পক্ষ থেকে ১৬-ই মার্চ শুনানি শেষ হয় কিন্তু রায় স্থগিত করা হয়েছিল।
তারপরই মঙ্গলবার সেই রায় দিলো হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চের কাছে গরু পাচার কান্ডে রক্ষাকবচ হিসেবে ভিডিও কনফারেন্সে জেরা করার আবেদন করেছিল অনুব্রত মন্ডল, সেই আবেদন খারিজ করেছে। যা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মেনে নেয়। অথাৎ অনুব্রত মন্ডলের কাছে এটা বড়ো অস্বস্থির ব্যাপার। এবার সিবিআইয়ের কাছে এটা অনেক সুবিধা হয়ে গেলো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তলব করলেই এবার অনুব্রতকে হাজিরা দিতে বাধ্য। অথাৎ সিবিআই কাছে আর কোনো রকমের বাঁধা থাকলো না।
- Published By: BIPRADIP DAS
0 Comments: