চিত্র: লোকসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট |
ওয়েব ডেস্ক: ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৮ বছরে ভারত থেকে অন্য দেশে অস্ত্র রফতানি ৬ গুন বেড়েছে। যার মুদ্রার পরিমান ১১ হাজার ৬০৭ কোটি টাকা। শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার হিসাব পেশ করে জানান, ২০১৪-১৫ আর্থিক বছরে যে পরিমান অস্ত্র রফতানি করা হয়েছিলো তার থেকে ২০২০-২১ সালের আর্থিক বছরে তার পরিমান বেড়ে ৬ গুন। তিনি আরও বলেন, "অস্ত্র রফতানি করার উপর ভারত আগের তুলনায় জোর দিয়েছে"। এতগুলো অর্থবর্ষে যা অস্ত্র রফতানি হয়েছে তার মধ্যে ফিলিপিন্সে বেশি হয়েছে। এদিকে ভিয়েতনাম দেশে আগামীতে অস্ত্র রফতানি বাড়াবে। ইতিমধ্যে, ভারতের ব্রহ্মোস আরব আমীর শাহী এবং আরবে রফতানি হবে তা নিয়ে কথাবার্তা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের লক্ষ, আগামী ২০২৫ সালের মধ্যে ৩৬ হাজার ৫০০ কোটি টাকার অস্ত্র রফতানি করার।
- Published By: BIPRADIP DAS
0 Comments: