চিত্র: সফটওয়ারে মাধ্যমে নজরদারি |
দিবেন্দু গোস্বামী: বীরভূম পুলিশের তরফ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হলো ই নজর। এদিন এই বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী সাংবাদিক বৈঠক করে জানান এই সফটওয়্যারের কি কাজ। এই সফটওয়ারের মাধ্যমে বিভিন্ন থানার পুলিশকর্মী অথবা অন্যান্যরা কোন কোন জায়গায় তাদের ডিউটি পালন করছেন তা নজরদারি চালানো হবে কন্ট্রোল রুম থেকে। এর জন্য পুলিশকর্মীরা থানা থেকে বের হওয়ার পর যে জায়গায় ডিউটি করতে যাচ্ছেন সেই জায়গায় একটি বারকোড রাখা থাকবে তা স্ক্যান করতে হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। বহু ক্ষেত্রেই পুলিশের কাজে যে সকল গাফিলতির অভিযোগ ওঠে সেই গাফিলতিতে লাগাম টানতে এমন পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
Published By: BIPRADIP DAS
Categories:
পশ্চিমবঙ্গ রাজ্য
বীরভূম
0 Comments: