মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

সাড়া ভারত জুড়ে গ্যাস সিলিন্ডার দাম উর্দ্ধমুখী

gas-cylinder-price-hike-india
চিত্র: ভারতীয় গ্যাস সিলিন্ডার

ওয়েব ডেস্ক: একদিকে যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ তখন অন্যদিকে ভারতে গ্যাস সিলিন্ডার দাম উর্দ্ধমুখী। সিলিন্ডার প্রতি দাম ১০৮ টাকা বেড়েছে। জানা গেছে, ১-ই মার্চ থেকে এই দাম কার্যকর হয়েছে। এই গ্যাস ভারত বিদেশ থেকেই আমদানি করে ফলে এই দাম নির্ভর করে বিশ্ববানিজ্যর উপর। যদিও যুদ্ধের ফলে গ্যাসের দাম আগামীতে বাড়তেও পারে। তবে এই দাম শুধুমাত্র বানিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। এই সিলিন্ডার হোটেল,তেলে-ভাজার দোকান বা রেস্তোরাঁয় ব্যবহার করা হয়। ফলস্বরুপ, বাইরের খাবারের উপরও দাম বাড়ার সম্ভবনা স্বাভাবিক। কিন্তু, গৃহস্থলি ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের দাম এখন বাড়ছেনা বলেই সংবাদ। এই গ্যাসের দাম বাড়ার কারণ হিসেবে অনেকেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধকেই দায়ী করেছে।  

আরও খবর, কবর থেকে আনিসের দেহ তোলা হলো

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: