নিজস্ব চিত্র |
ওয়েব ডেস্ক: একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। আমেরিকা আগে থেকে রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞ জারি করেছিল। ফলে বিশ্ববাজার সহ ভারতে তেলের চাহিদাতে ঘাটতি দেখা গেছে। কিন্তু সেই মার্কিন নিষেধাজ্ঞকে নজর দিতে নারাজ ভারত সরকার। সেই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টার্গেট দেশের অভ্যন্তরে তেলের ঘাটতি মেটানো। ইতিমধ্যে রাশিয়া থেকে ৩০ লাখ ব্যারেল তেল সস্তায় কিনেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)।
মোদীর সাফ কথা তেল নিয়ে কোনোরকম রাজনীতি কাম্য নয়। আগের দেশের প্রয়োজন মেটাতে হবে। রাশিয়া-ইউক্রেন দুই দেশের সাথে স্বার্থ জড়িয়ে আছে। জানা দরকার, ভারতে যে পরিমান তেল লাগে তার মধ্যে ১ শতাংশ রাশিয়া থেকে আসে, বেশীরভাগ অংশ আসে সৌদি আরব, ইরাক, আমীরশাহী এবং আমেরিকা থেকে। আমেরিকা থেকে আসে ৭ শতাংশ তেল। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারত যে শুধু একা তেল কিনেছে তা নয়। ১৭ দেশ ইতিমধ্যে তেল কিনেছে। এই দেশ গুলির মধ্যে ফ্রান্স, জার্মানি।
Published By: BIPRADIP DAS
0 Comments: