মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

Weather-Updates: ঘূর্ণিঝড় আর হবেনা, তবে অশনির নিম্মচাপ থাকছে!

kolkata-weather-updates-tempareture-increase-forecast
সংগ্রহীত ছবি

ওয়েব ডেস্ক: আকাশে জলীয় বাস্পের অভাবে ঘূর্ণিঝড় আর হবেনা কিন্তু তার পরিবর্তে থাকছে "অশনির" নিম্মচাপ। ফলে রাতের দিকে হালকা বৃষ্টিপাত হবে। উল্লেখ্য, এই নিম্মচাপের প্রভাব আপাতত বাংলায় পড়বে না বলে আবহাওয়া অফিস সূত্রের সংবাদ। বাংলায় বৃষ্টি না থাকার কারণে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। কলকাতার আকাশের তাপমাত্রা ২৫ ডিগ্রী থেকে ৩৫ ডিগ্রী থাকবে। জানা গেছে রাতের দিকে ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ঢুকবে। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোথাও বৃষ্টিপাত হয়নি। আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভবনা নেই। তবে তাপমাত্রা কমবে উত্তর-পশ্চিম ভারতের কিছু এলাকায়। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: