শনিবার, ৫ মার্চ, ২০২২

Malda: খোঁজ মিলছে না ইউক্রেনে ডাক্তারি পড়ুয়া মাসুমের

masum-a-medical-student-in-ukraine-could-not-be-found
চিত্র: মালদার মাসুম হামিদ পারভেজ

বিশ্বজিৎ মন্ডল, মালদা: বাবা-মাকে ছেলে ফোনে জানিয়েছিলেন বাঙ্কারে লুকিয়ে আছে।খাবার শেষ।জল নেই।বাইরে অনবরত গোলা বর্ষন আর সাইরেনের আওয়াজ।এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।সেই থেকে ছেলের আর কোনো খোঁজ পাচ্ছেন না মালদহের হরিশ্চন্দ্রপুরের মিটনা হাইস্কুলের শিক্ষক মহম্মদ মোমিনুদ্দিন।ছেলের খোঁজ না পেয়ে আতঙ্কে দিন কাটছে দম্পতির।তাহলে কি ছেলে রাশিয়া- ইউক্রেনের যুদ্ধের প্রাণ হারালেন? নাকি খাওয়া ও জলের অভাবে বাঙ্কারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন?নানা দুশ্চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে বাবা মায়ের।

আরও খবর,  ইউক্রেন থেকে বাড়ি ফিরল আলিপুরদুয়ারের তন্নীষ্ঠা

জানা যায় মিটনা হাইস্কুলের শিক্ষক মহম্মদ মোমিনুদ্দিনের ছেলে মাসুম হামিদ পারভেজ ইউক্রেনের কিভে মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র।আগামী ১৫ মার্চ ছিল মাসুমের পরীক্ষা। তারপরেই ঘরে ফেরার কথা ছিল।রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ফলে সেখানে আটকে যায়।বিভিন্ন জায়গার একে একে ইউক্রেনে ডাক্তারি পড়ুয়াদের ঘরে ফেরার খবর মিললেও মাসুমের  কোনও খবর নেই।সরকারি ভাবে কোন তথ্যও মেলে নি।ছেলে আদৌ বাড়ি ফিরতে পারবে কি না, তা দুশ্চিন্তায় ঘুম উড়েছে দম্পতির। সরকারের কাছে তারা কাতর আবেদন জানিয়েছেন যাতে কোনো বাবা মায়ের কোল যেন খালি না হয়।সকলের ছেলে মেয়ে যেন ঘরে ফিরে আসে।

  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: