বুধবার, ২৩ মার্চ, ২০২২

সোনালী ব্যাঙ্কের কলকাতা শাখাতে লক্ষ-লক্ষ টাকা তছরুপ

millions-of-rupees-embezzled-from-sonali-bank-kolkata-branch
চিত্র: সোনালী ব্যাঙ্ক

নিজস্ব প্রতিনিধি: কলকাতার লেনিন সরণীতে অবস্থিত সোনালী ব্যাঙ্কের শাখা অফিস অ্যাকাউন্ট থেকে টাকা তছরুপের অভিযোগ উঠেছে। এর জন্য দায়ী করা হচ্ছে সোনালী ব্যাংকের কলকাতা শাখারই কর্মীরা। তছরুপের টাকার অংকের পরিমান ১৪ লাখ টাকা। বিভিন্ন পেনশন অ্যাকাউন্ট থেকেও টাকা তোলার অভিযোগ উঠেছে। যা প্রথম ধরা পড়েছিল ব্যাঙ্কের অভ্যন্তরীণ অডিট রিপোর্টে। এরপর ২০২২ সালে মার্চ মাসে বরখাস্ত করা হয় পাঁচ ভারতীয় কর্মচারীদের। তাঁরা ব্যাঙ্কের এই বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। ব্যাংকের অভ্যন্তরীণ অডিটে বিষয়টি ধরা পড়লে ঢাকায় ব্যাংকের প্রধান শাখায় জানানো হয়। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআইকে অবগত করা হয়।

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: