চিত্র: পাক প্রধানমন্ত্রী ইমরান খান |
পাকিস্তান: প্রতিবেশী দেশে রাজনৈতিক পালাবদলের চেষ্টা চলছে। পাকিস্তানে প্রধানমন্ত্রীকে হাতের পুতুল করে সে দেশের সেনাবাহিনী শাসনকার্য চালায়। সেনাপ্রধান, ইমরান খানকে ইস্তফা দিতে বললেও ইমরান খানও অটল। তাই এদিকে গোপনে খুনের ষড়যন্ত্র চলছে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন বর্ষীয়ান ফৈজল ভাওড়া। এই মন্তব্যের পরিপেক্ষিতে ইমরান খান বলেন, "আল্লাহ তার জন্য যে দিন ধার্য করে দিয়েছেন সেই দিনই এই পৃথিবী ত্যাগ করবেন"।
ঘটনা প্রসঙ্গে, জানা গেছে ইমরান খান সরকারের সাথে যারা যারা শরিক জোট ছিলো তাদের মধ্যে অন্যতম MQM এবার তারাই ইমরান খানের সঙ্গ ত্যাগ করে বিরোধী শিবিরে নাম লিখিয়েছে। শুধু MQM দল নয় একের পর এক অন্য শরিকরাও ইমরান খানের দল PTI ছেড়ে যেতে থাকে। বলে রাখা দরকার, পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (PPP)। আগামী রবিবার পাকিস্তানের সংসদে আস্থা ভোট। বিশেষজ্ঞদের মতে, সেই নির্বাচনে ম্যাজিক ফিগার ১৭২ টি। জানা গেছে, ইমরান খানের পক্ষে আছে ১৬৪ টি। বিরোধী শিবিরে আছে ১৭৭ টি। ফলে, ইমরান খানের হার অবশ্যম্ভাবী। এখানেই সন্দেহ তাহলে কি আস্থা ভোটের আগেই ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারে।
বলা বাহুল্য, পাকিস্তানে আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ কেউ শেষ করে উঠতে পারেননি। মেয়াদ শেষ করার আগেই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যেতে হয়েছিল বিভিন্ন কারণে। এবার ইমরান খানের বেলাতেও তাই ঘটতে চলেছে। এই ইমরান খান যিনি ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়ে এক বিশেষ আন্তজার্তিক মর্যাদা এনে দিয়েছিলো। আজ সেই প্রধানমন্ত্রীর চেয়ারে। আর অন্যদিকে তাকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে সেনাবাহিনী। বিরোধীদের দাবি, ইমরান খানের জন্যই দেশের অর্থনীতি ও বিদেশনীতি শেষ হয়ে গেছে। তাই সংসদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে। যা নিয়ে বৃহ:স্পতি বার থেকেই বিতর্ক শুরু হবে পাক-পার্লামেন্টে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: