শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

বাংলাদেশে দোলের আগেই নোয়াখালী ইসকন মন্দিরে হামলা

noakhali-iskon-temple-attacked-before-the-swing-in-bangladesh
চিত্র: নোয়াখালী ইসকন মন্দিরে হামলা, ভাঙচুর, মারধোর

বাংলাদেশ: গত বছর দুর্গা পূজা সময় দশমীতে বাংলাদেশের হেফাজতে ইসলাম নামে নিষিদ্ধ সংগঠন পাশাপাশি জামাত এবং আরও কিছু মৌলবাদী সংগঠনের উস্কানিতে বাংলাদেশের নোয়াখালী ইসকন মন্দিরে হামলা চালায় একদল ইসলামিক মৌলবাদীরা। তাতে প্রায় হারায় শতে-শতে ভক্ত সহ আগুনে পুড়ে ছারখার হয় এক-একটা গ্রাম। ছয় মাস পাড় হয়নি তারমধ্যে ফের মৌলবাদীদের নিশানায় নোয়াখালী ইসকন মন্দির। জানা যায়, গতকাল ছিলো গুরুপূর্ণিমা। আর সেদিন প্রায় ২০০ জন ইসলামিক মৌলবাদীরা মন্দির চত্ত্বরে হামলা চালায়। মন্দিরের ভক্তদেও মারধোর করেছে। মন্দিরের প্রাচীর ভেঙ্গে পুরো মন্দির দখলের চেষ্টায় ছিলো বলে সূত্র মারফৎ সংবাদ। এলাকায় উত্তেজনায় খবর পেয়ে স্থানীয় পুলিশ র‍্যাব ফোর্স নিয়ে আসে। পুলিশ আসতে দেখে মৌলবাদীরা চলে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ঢাকা পুলিশ ঘটনা প্রসঙ্গে তদন্ত করা শুরু করেছে। সন্দেহ করা হচ্ছে, বাংলাদেশে যেসব নিষিদ্ধ সংগঠনের পাশাপাশি জঙ্গি সংগঠন এবং JMB জঙ্গি সংগঠনের উপর।   


Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: