রবিবার, ১৩ মার্চ, ২০২২

প্রতিবন্ধকতাকে হার মানানো দেবস্মিতার অজানা-রহস্য

overcoming-obstacles-is-the-unknown-mystery-of-debasmita
চিত্র: কলকাতা প্রেস ক্লাবে সম্মাননা প্রদান 

ওয়েব ডেস্ক: প্রবাদেই রয়েছে প্রতিবন্ধকতাকে হার মানায় প্রতিভা। বয়স মাত্র ২০, কিন্তু ছোটবেলা থেকেই দেবস্মিতা সেরিব্রাল পালসি নামক দুরারোগ্য ব্যাধিতে আক্ৰান্ত। যা কোনোদিন সেড়ে উঠবে না। এই রোগটি হলো ই ম্যাচুরিটি অফ ব্রেইন। যার ফলে শরীরের সব অঙ্গ সঞ্চালন ধীরে ধীরে হয়। সব ডাক্তার বলেছিলেন ওকে হোপে দিয়ে দিতে কিন্তু মা ও বাবার অদম্য জেদ মেয়েকে বড়ো কিছু করার।বাবার নাম দেবাশিস নাথ এবং মা সুমিথা নাথ। বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। মেয়েকে  অনেকটা সুস্থ করে তুললো মাত্র ১ বছরের মধ্যেই, মেয়ে হামা দিতেও শুরু করে।এরপর তিন বছর বয়স থেকেই কথা বলতে শুরু করে বাবা-মা -দাদা-কাকা। তারপর ছোটো ছোটো কথা বুলি। কিন্তু দেবস্মিতাকে রাখা হতো সাঁতার,অঙ্কন,গান,কবিতা,ফিজিওথেরাপির ইত্যাদির মধ্যে। 

এরপর দেবস্মিতাকে একটি জেনারেল স্কুলেও ভর্তি করা হয় বিদ্যা অর্জনের জন্য। মাঝখানে কেটে যায় দুটি বছর। পাঁচ বছর বয়সে দেবস্মিতা অন্য একটি স্কুলে কবিতা প্রতিযোগীতা দিতে যায়। এবং সেই প্রতিযোগিতাতেও দ্বিতীয় স্থান লাভ করে। তারপর থেকেই কবিতা জীবন শুরু হয় দেবস্মিতার। শুরু হয় জীবন সংগ্রামের উন্থান। মাঝে মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলেও ডাক আসে। বিভিন্ন নামী-দামী কোম্পানির ভয়েস বিজ্ঞাপনের ক্ষেত্রেও চাহিদা বাড়ে দেবস্মিতার। মাত্র ১৩ বছর বয়সে ব্রততী ম্যাডামের ওয়ার্কশপ ব্রততী পরম্পরাতে কবিতা শেখার সুযোগ পায়। সেখানে প্রদীপ ঘোষ,গৌরী ঘোষ,জগন্নাথ বসু, উর্মিমালা বসু প্রমূখ গুণীজনের সান্নিধ্য পায়। 

মাঝে আরও চার বছর যায় কেটে, ১৭ বছর বয়সে দেবস্মিতার সিডি প্রকাশ পায়। ১৮ বছর  বয়সে রবীন্দ্র কবিতা সিডি প্রকাশ হয় ঠিক দুই বছর পর শ্রদ্ধার্ঘ্য নামে রবীন্দ্র নজরুল কবিতার সিডি প্রকাশিত হয়। দুটি সিডিই প্রকাশিত হয় কলকাতা প্রেস ক্লাবে গুণীজন সমাগমে। ১৮ বছর বয়সে দেবস্মিতা দুটি সম্মানে সম্মানিত হয়। ইন্ডিয়ান ফটো লাভার্স এন্ড কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গ শাখা ওকে পঞ্চম বর্ষ বঙ্গ "প্রমীলা কৃতী রত্ন" সম্মান দেওয়া হয় কনিষ্ঠতম বাচিক শিল্পী হিসাবে। এছাড়াও "মনন সাহিত্য পত্রিকা"  থেকে সম্মানিত করা  হয় ও আনন্দ মুখর পত্রিকা থেকে নজরুল ইসলাম স্মৃতি স্মারক সম্মান। বিশ্ব-বাংলা সংস্কৃতি গৌরব সম্মান ২০২২, আসামের  বিখ্যাত কৃষ্টি সম্মান ২০২২। কলকাতা এফ .এম ও  আকাশ বানী কলকাতাতেও অনুষ্ঠান করে।

দেবস্মিতা এখন কলেজ ছাত্রী ইংলিশ অনার্স নিয়ে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে পড়ছে কিন্তু স্কুল জীবন একেবারেই সুখের ছিলনা। কবিতার ব্যাপারটা জানাজানি হলেই ওর উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু হয়ে যেত। এখনো বসে অনুষ্ঠান করে দাঁড়াতে পারেনা। নিজের পড়াশুনো ও কবিতা বজায় রেখে প্রতি রবিবার অর্থ-সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া বাচ্ছাদের পড়ায় ও কবিতা শেখায়। দেবস্মিতার স্বপ্ন বাংলা কবিতাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করা এবং সমাজে যারা অবহেলিত তাদের পাশে দাঁড়ানো। আরও উল্লেখযোগ্য, বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় কবিতা শুনিয়ে যা ইনকাম করেছে তার পুরো ভাগটাই মহামারির করোনা কালীন বাবার হাতে টাকা তুলে দেয় দুস্থ মানুষের সেবায় কাজে লাগানোর জন্য।          
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: