মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

Imran-Khan: ভারতের সেনাবাহিনীর প্রশংসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে

pakistani-prime-minister-imran-khan-praised-the-indian-army
চিত্র: পাক-প্রধানমন্ত্রী ইমরান খান

ওয়েব ডেস্ক: গত কয়েকদিন ধরেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব পদ টলমটল করছে। সংসদে ইমরান খানের অনাস্থা ভোটে  ইমরান খানকে ইস্তফা দিতে বলেছে পাক সেনা প্রধান। ইমরান খানকে সরানোর জন্য উঠে-পড়ে লেগেছে সেনা। সে দেশের সংবিধান আবার ভারতের ঠিক উল্টো। ভারতের সেনা চলে জনগণদের দ্বারা নির্বাচিত সরকারের নির্দেশে। তারা সরকারের কোনো কাজে কোনোরকম ভাবে হস্তক্ষেপ করেনা কিন্তু পাকিস্তানের সরকার সে দেশের সেনাবাহিনীর নির্দেশে চলে। 

এমনকি ইমরান খানকে প্রধানমন্ত্রীর সিংহাসনে বসিয়েছে পাক সেনা প্রধান। এবার সেই সেনাবাহিনীর উপরে বেজায় রেগেছেন পাক প্রধানমন্ত্রী। তারই ক্ষোভ উগড়ে দেন এক সভায় ভাষণ দিতে এসে। এছাড়াও শুধু ক্ষোভ প্রকাশ নয়! পাকিস্তানের প্রতিবেশী ভারতের সেনাবাহিনীর প্রশংসাও শোনা যায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে। তিনি বলেন, "ভারতের সেনা বাহিনী সে দেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কোনো কাজে হস্তক্ষেপ করেনা। ভারতীয় সেনা দুর্নীতিগ্রস্ত নয়! ভারতের বিদেশ নীতি পাকিস্তানের থেকে অনেক উন্নত। একদিক যখন নিশেধাজ্ঞ তখন তাকে পরোয়া না করেই নিজের দেশের জনগণের কথা চিন্তা করে রাশিয়া থেকে তেল আমদানি করেছে। এরজন্যই ভারতের বিদেশ নীতি পাকিস্তানের থেকে ঢের ভালো! 

  • Published By: BIPRADIP DAS   


Share This

0 Comments: