শনিবার, ৫ মার্চ, ২০২২

ইউক্রেনে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার

russia-announces-ceasefire-in-ukraine
চিত্র: ইউক্রেনে যুদ্ধ সাময়িক বন্ধ দুইপক্ষের

ওয়েব ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আজ দশম দিন। আর সেই দশম দিনেই রাশিয়া সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করেছে একাধিক শহরে। জানা যায়, সাড়ে ৫ ঘণ্টার জন্য যুদ্ধ বন্ধ রেখেছে রুশ ফৌজ। কারণ মারিউপোল এবং ভলনোভাখা শহরের সাধারণ মানুষ ও অনন্য মানুষদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আন্তজার্তিক বিশেষজ্ঞ মহল দ্বিতীয় দফার বৈঠককে দ্বায়ী করছে। কারণ ওই বৈঠকে দুই দেশ সিদ্ধান্ত নেয় বেসামরিক বাসিন্দাদের এলাকা ছাড়ার সুযোগ দেওয়া হবে। এই দশদিনের যুদ্ধে ইউক্রেনের দুই হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: