চিত্র: মৃত্যু বাংলাদেশী জাহাজের নাবিক |
ওয়েব ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশী জাহাজের নাবিকের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি বরগুনা জেলার বেতাগি উপজেলায় হাদিসুরে। জানা যায়, ইউক্রেনের অলভিয়া বন্দরে ছিলো বাংলাদেশের "সমৃদ্ধি বাংলা" নামক জাহাজ। সেই সময় রকেট হামলা চালায় রাশিয়া। আর সেখানেই উপস্থিত ছিল ২৮ জন সহ উক্ত জাহাজের নাবিক মো. হাদিসুর রহমান। তিনি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ারের দায়িত্ব ছিলেন। সাথে সাথে ঝলসে যায় সারা দেহ। গত ২৩-শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে আসে বাংলাদেশী জাহাজ। যাবার উদ্দেশ্য ছিল ইতালির র্যাভেনা বন্দরে। এই জাহাজে ২৯ জন নাবিক উপস্থিত ছিল। এছাড়াও অলভিয়া বন্দরে অনন্য দেশের জাহাজও আটকে আছে।
- Published By: BIPRADIP DAS
Categories:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
বাংলাদেশ
0 Comments: