চিত্র: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন |
ওয়েব ডেস্ক: ইউক্রেনে আজ যুদ্ধ ১৭ দিনে পা! তাও যুদ্ধ থামার নাম। রাশিয়ার যুক্তি ইউক্রেন রাশিয়ার দাবি মানলেই থামবে সামরিক অভিযান। এদিকে একের পর এক ইউক্রেনের বড় বড় শহর ধংস স্তুপে পরিণত হয়েছে। রাশিয়া বার বার দাবি করে আসছে ইউক্রেনে জৈব অস্ত্র নিয়ে গবেষণা চলছে। তারা রাশিয়ার উপর জৈব অস্ত্র প্রয়োগ করতে পারে যা রাশিয়া শুধু নয়, সারা বিশ্বের জন্য মারণ ডেকে আনতে পারে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বিশ্বের অননয় দেশ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও দূর থেকে সাহায্য মারফত অস্ত্র দিয়ে সাহায্য করে চলেছে। এমনকি আমেরিকাও যুদ্ধে সরাসরি যোগ দেয়নি।
তারা রাশিয়াকে দমন করতে বিভিন্ন আর্থিক লেনদেন উপর নিষেধাজ্ঞ জারি করেছে। গত শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "রাশিয়া যদি ইউক্রেনের উপর রাসায়ানিক অস্ত্র নিয়ে হামলা চালায় তাহলে রাশিয়াকে ভারী মূল্য চোকাতে হবে"। রাশিয়া যাতে এই হামলাতে উস্কানি না দেয় তা নিয়েও সতর্ক করেন আমেরিকার প্রেসিডেন্ট। বাইডেন আরও জানান, রাশিয়ার সাথে সব ধরণের বানিজ্য বন্ধ করে দেওয়া হবে। এই মহাযুদ্ধে ন্যাটো বাহিনী যোগ না দেওয়ার কারণ বাইডেন নিজেই জানিয়ে বলেন, "ন্যাটো বাহিনী যদি ইউক্রেনের হয়ে রাশিয়ার সাথে যুদ্ধে সামনা সামনি যোগদান করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিনত হবে যা কেউ আমরা চাইনা"।
- Published By: BIPRADIP DAS
0 Comments: