ওয়েব ডেস্ক: রুশ ফৌজের হামলা থেকে বাদ যাচ্ছেনা বিভিন্ন ধর্মীয় স্থান সহ সরকারি স্কুল সহ বিভিন্ন বাসভবন ও একাধিক অফিস, বিশ্ববিদ্যালয়। তেমনি আজ ইউক্রেনের দক্ষিণঞ্চলের মারিউপোলের সুলতান সুলেইমান মসজিদে রুশ সেনা হামলা চালায়। জানা যায়, সেখানে ৮০ জন আশ্রয় নিয়েছিলেন। এরমধ্যে ৩৪ জন শিশু। এদিন থেকে রুশ সেনা গত দিনের তুলনায় গোলাবর্ষণ আরও তীব্র করেছে। পাশাপাশি ভারী বোমাও বর্ষণ করছে। এই মারিউপোলেই আশ্রয় নিয়েছিল একাধিক তুর্কি নাগরিক। এছাড়াও রুশ ফৌজ রাশিয়ার ক্যান্সার হাসপাতালের উপরেও হামলা চালিয়েছিল। সেখানে কয়েকটি ভবন ধংস হয়েছে। তবে রুগীদের নিহত হবার সংবাদ পাওয়া যায়নি।
- Published By: BIPRADIP DAS
Categories:
আন্তর্জাতিক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
0 Comments: