শনিবার, ১২ মার্চ, ২০২২

রাজ্যের হবু শিক্ষকদের ধর্না মঞ্চে এসে সমর্থন জানালেন শুভেন্দু অধিকারী

shuvendu-adhikari-came-to-the-dharna-mancha-and-expressed-his-support-for-the-future-teachers-of-the-state
চিত্র: ধর্না মঞ্চে শুভেন্দু অধিকারী 

নিজস্ব প্রতিনিধি: ১৪৫ দিন পেরিয়ে গেলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের হবু শিক্ষকদের ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে ধর্না। তাও সরকারের হুঁশ ফেরেনি। কেননা গত ২০১৯ সালে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের মঞ্চে গিয়ে আশ্বাস দিয়েছিলেন যে মেধাতালিকা ভুক্ত কোনো প্রার্থী বঞ্চিত হবে না। প্রয়োজনে আইনের কিছু পরিবর্তন করেও হলেও মেধাতালিকা ভুক্ত অথচ বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে। ২০১৯ সালে দেওয়া মাননীয়া মুখ্যমন্ত্রীর আশ্বাস ২০২২ সালের জানুয়ারিতে এসেও কার্যকর হয়নি। 

তার উপর স্কুল সার্ভিস কমিশনের লাগাতার অবৈধভাবে নিয়োগ চলছে দীর্ঘদিন। বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের কৃষক পরিবার গুলি থেকে এবার প্রশ্ন ওঠতে শুরু হয়েছে - ঘরের মেয়ে ঘরে থাকতে কেন কৃষকদের মেয়ে ধর্ণায়? এবার হবু শিক্ষকদের ধর্না মঞ্চে এসে উপ্সথিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। গুরুতর অসুস্থ  চাকরিপ্রার্থীদের দফায়-দফায় এস.এস.কে.এম হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গতকাল মঞ্চে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: