বুধবার, ২৩ মার্চ, ২০২২

Hooghly: বসন্ত উৎসব মানেই খানাকুল মানুষের কাছে এক বিশেষ দিন

চিত্র: বসন্ত উৎসবে সাধারণ মানুষ ও পুলিশ

শুভজিৎ চক্রবর্তী,হুগলি: সারা বাংলার পাশাপাশি প্রতিবছর বসন্ত উৎসবের দিন হুগলি(Hooghly) জেলার খানাকুল পুলিশ কর্মী সহ সাধারণ মানুষ একসাথে আনন্দে মেতে ওঠে। খানাকুলের রাজহাটিতে বসন্ত উৎসবের দিন নিরাপত্তার জন্য রাস্তায় বেড়িয়ে পড়েন কর্তব্যরত পুলিশ কর্মীরা। পুলিশকে সামনে পেয়েই সাধারণ মানুষ পুলিশের প্রশংসা এবং ধন্যবাদ জ্ঞাপন সহ আবির মাখিয়ে পুলিশকে প্রণাম করতে ব্যস্ত। জানা যায়, বাংলার অনন্য থানার মতই খানাকুল থানার পুলিশ কর্মীরা সর্বদা সাধারণ মানুষের পাশে থাকে। তাই বসন্ত উৎসব মানেই বিশেষ আনন্দটুকু পুলিশের সাথে ভাগ করে নেওয়া। ঘটনা প্রসঙ্গে, স্থানীয় বাসিন্দা পৌষালী চৌধুরী জানান, খানাকুল থানার পুলিশ সারা বছর বিপদে-আপদে সর্বক্ষন পাশে থাকে। খানাকুল পুলিশকর্মীরা না থাকলে হয়ত আমাদের বসন্ত উৎসব এমন ভাবে পালন করা হতনা। 

  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: