চিত্র: বসন্ত উৎসব তারাপীঠে |
দিবেন্দু গোষ্ণামী: তারা মায়ের মন্দিরে মা তারার পায়ে আবির দিয়ে শুরু হলো বসন্ত উৎসব। দোল নামে খ্যাত এই অনুষ্ঠান প্রত্যেক বছরই পালন করা হয় তারাপীঠে। কিন্তু গত দু'বছর ধরে তারাপীঠ মন্দির বন্ধ ছিল করোনার জন্য। কিন্তু এবার সেই তারাপীঠের মন্দির খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। যদিও সেবাইতরা কঠোর বিধিনিষেধ মেনে চলেছে। দর্শনার্থী এবং ভক্ত বৃন্দ সকলের কাছে অনুরোধ জানিয়েছে বসন্ত উৎসবে মা তারার কাছে গেলে অবশ্যই করোনার বিধি নিষেধ মেনে তবেই মন্দিরে ঢুকতে দেওয়া হবে। মন্দির কমিটির যারা রয়েছে তারা জানাচ্ছে আমরা কঠোর ভাবে ভির নিয়ন্ত্রন করছি। মন্দির কমিটি শক্তপোক্ত নিয়ম করা হয়েছে ভক্তদের জন্য। মুখে মাক্স স্যানিটাইজার না থাকলে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এমনই জানালেন তারাময় মুখার্জি মন্দির কমিটির সভাপতি।
আরও খবর, বসন্ত উৎসবে শান্তিনিকেতনের স্বাদ মেটাচ্ছে সিউড়ির বসন্ত বন্ধন
- Published By: BIPRADIP DAS
0 Comments: