সোমবার, ২৮ মার্চ, ২০২২

আগামী দুদিন বাম-ডানদের সারা ভারত বনধ

the-next-two-days-the-left-and-right-will-be-banned-all-over-india
চিত্র: সারা ভারত বনধ ডাকার মিছিল

ওয়েব ডেস্ক: আগামী দুদিন ২৯ এবং ৩০ তারিখ সারা ভারত বনধ। বাম-ডান কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে এই বনধ ডাকা হয়েছে। বনধ ডাকার কারণ হিসেবে জানা গেছে, কেন্দ্রীয় সরকার যেভাবে রান্নার গ্যাসের মূল্য যেভাবে দিন-দিন বাড়িয়ে চলেছে তাতে গ্যাস সিলিন্ডার কিনতে মধ্যবিত্তরা কিনতেই হিমশিম খেয়ে যাচ্ছে, পাশাপাশি পেট্রোল-ডিজেল দাম ঊর্ধ্বমুখী। পেনশনের টাকায় ক্ষেত্রে সুদের হ্রাস হওয়া। এছাড়াও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান বেসরকারীকরণ করার বিরুদ্ধে ভারত বনধ পালন। উল্লেখ্য, বনধ ডাকা বিপরীতে রাজ্য সরকার।
 
আগেভাগেই নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কেউ ওই দুদিন অফিস না আসলে ওই দিনের টাকা কেটে নেওয়া হবে। ভারত বনধ সম্পর্কে বাম শ্রমিক সংগঠনের সিটু নেতা আসাদুল্লাহ গায়েন জানান, আমরা ভারত বনধ সমন্ধে আশাবাদী। ভালোই সাড়া পাব আমরা। বলাই বাহুল্য, শনিবার অর্ধেক বেলা ও রবিবার যেহুতু ব্যাঙ্ক বন্ধ ছিলো তার উপর আগামী দুদিন পরপর ভারত বনধ এতে ব্যাঙ্ক পরিষেবার উপরও প্রভাবে ফেলবে। তারমধ্যে অন্যতম ATM মেশিনে টাকা জোগান দিতে সমস্যা ফলে ব্যাঙ্ক গ্রাহকদের উপরও কু-প্রভাব পড়তে পারে।  
  • Published By: BIPRADIP DAS     

Share This

0 Comments: