বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

শুভেন্দুর ভিডিও প্রসঙ্গে পাল্টা মনোরঞ্জন ব্যাপারী

tmc-mla-manoranjan-byapari-reaction-on-suvendu-adhikari-tweet-post
চিত্র: তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

ওয়েব ডেস্ক: বলাগড়ের বিধায়ক মনরঞ্জন ব্যাপারি কলকাতা বইমেলায় গিয়ে বাংলায় বসবাসকারি বিহারিদের প্রসঙ্গ তুলে একটি বিতর্কিত বক্তব্য রাখেন, যেখানে তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে বলতে শোনা যায়, বাংলায় বসবাসকারি বিহারিদের নিয়ে এক অকথ্য মন্তব্য! যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল! যদিও এই ভিডিওর প্রকাশের সত্যতা বিচার করেনি নিউজ ভারত বাংলা পত্রিকা। এদিকে আসানসোলে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনিও একজন বিহারি। অন্যদিকে সেই ভিডিও রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারী সোমবারে টুইটারে পোস্ট করে লিখেছেন, "বিহারিবাবু শত্রুঘ্ন সিনহার কাছে বিনীত প্রশ্ন, স্যার, তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারির এই অপমানজনক বক্তৃত্বা প্রসঙ্গে আপনি কী অনুভব করেন? আপনার নতুন দলের সহকর্মীর বিহারিদের প্রতি অনুভূতি খুবই স্বচ্ছ। শুভেন্দুর এই ভিডিও প্রসঙ্গে বলাগড়ের তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি জানান, "শুভেন্দু পুরো ভিডিও প্রকাশ করেনি, ভিডিওটি আংশিক ভাবে রয়েছে"।  

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: