চিত্র: বাঙ্গালি গণহত্যা স্বরণ দিবস |
ওয়েব ডেস্ক: ২৫-শে মার্চ দিনটি অত্যন্ত স্বরণীয় দিন। এই দিনেই লক্ষাধিক বাঙ্গালিকে নির্বিচারে গুলি করে মেরে ছিলো পাকিস্তান। গেপ্তার হতে হয়েছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। মানব সভ্যতার ইতিহাসে এই দিনটি একটি কলঙ্কিত "গণহত্যার স্বরণ দিবস" হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছিল ১৯৭১ সালে। সেই সময় পাকিস্তান সেনা "অপরেশন সার্চ লাইট" নামক অভিযানে নেমে বাঙ্গালির কণ্ঠস্বর রোধ করতে হয়েছিল।
পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন ঘোষণা হবার পর ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় সংসদে ২৫-শে মার্চ দিনটি "বাঙ্গালি গণহত্যা স্বরণ দিবস" হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক কি ঘটেছিলো ২৫-শে মার্চ রাতে? আসুন জেনে নিই। সালটা ১৯৭১ সাল। ২৫-শে মার্চ, নিত্যদিনের মতো সবাই সারাদিনের সব কাজ মিটিয়ে রাতে ঘুমিয়ে আচ্ছন্ন। এমনই সময় রাত সাড়ে ১১ -টায় পাকিস্তানের সেনা অত্যাধুনিক অস্ত্র বোঝাই জিপ-ট্যাঙ্ক নিয়ে ছড়িয়ে পড়ে ঢাকার সারা শহর জুড়ে। আকাশ কাঁপিয়ে গুলির শব্দ, হাহাকার। বাঙ্গালি ধ্বংসে উন্মত্ত তান্ডবে ব্যস্ত পাক-সেনারা। নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর চালানো হয় নির্বিচারে গুলি।
সারা শহর অগ্নিসংযোগ করে দেওয়া হয়। বাংলাদেশের দৈনিক ইত্তেফাক সহ জাতীয় প্রেস ক্লাব পুড়িয়ে দেওয়া হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবরকে গেপ্তারের লক্ষ্যে ধানমন্ডির ৩২নং বাড়ির দিকে গুলি করতে করতে এগিয়ে যায়। বঙ্গবন্ধু বাইরে এসে দাড়ায় ও তাকে গেপ্তার করে নিয়ে যায়। সেদিন রাতে ১ লক্ষ বাঙ্গালি নিধন করা হয়েছিল।
- Published By: BIPRADIP DAS
0 Comments: