চিত্র: প্রাক্তন বিধায়ক শফিউল আলম খান |
আইয়ুব আলী: শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নোয়াপাড়া এলাকায় তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষ বাধে টাইম কলে জল নেওয়াকে কেন্দ্র করে। জানা গিয়েছে পৌরসভার ওই টাইম কলে কংগ্রেসের কর্মীদের জল নিতে বাধা দেয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তখনই বাকবিতণ্ডা তৈরি হলে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয় এবং দুই পক্ষের মোট ৪ জন গুরুতর জখম হন। গুরুতর জখম ৪ জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও খবর, রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাব পাশ হয়ে গেছে
কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি তথা কান্দির প্রাক্তন বিধায়ক শফিউল আলম খান এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে সরাসরি দায়ী করেন অন্যদিকে কান্দি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদ্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রহমত সেখ এই ঘটনার জন্য কংগ্রেসকে দায়ী করে বলেন শান্ত জনকে অশান্ত করার প্রচেষ্টা করছে কংগ্রেস কর্মীরা। ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে গোটা নোয়াপাড়া এলাকায়, পরবর্তীতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কান্দি থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে ঘটনাস্থলে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: