রবিবার, ২০ মার্চ, ২০২২

রাশিয়াকে কড়া হুশিয়ারি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির

ukraine-president-zelensky-has-issued-a-stern-warning-to-russia
চিত্র: ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ওয়েব ডেস্ক: আজ রবিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বয়স ২৪ দিন। গত ২৪-শে ফেব্রুয়ারি ভোররাত থেকেই ইউক্রেনের উপর সামরিক অভিযান চালু করে রাশিয়া। তবুও যেমন চালিয়ে যাচ্ছে যুদ্ধ তেমনি ইউক্রেন সেনারাও প্রতিরোধ করে নিজের দেশের ভূমিকে বাঁচানোর তাগিদে লড়াই চালিয়ে যাচ্ছে। রাশিয়ার একাধিক মিসাইলের জেরে ধংসে পরিনত হচ্ছে ইউক্রেনের বিভিন্ন অত্যাধুনিক সজ্জিত শহরগুলি। কিন্তু তাও রাশিয়া বার-বার ব্যার্থ হচ্ছে কীভ দখল নিতে। যুদ্ধে ক্ষতি শুধু ইউক্রেনের হয়েছে তা নয়! রাশিয়ারও ক্ষতি হয়েছে। 
রাশিয়ার গোলাবর্ষণের সংখ্যাই বেড়ে চললেও এখন পর্যন্ত বড় শহর দখল নিতে পারেনি। এবার এই যুদ্ধের সমাপ্তি চাইছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সরাসরি রাশিয়াকে হুশিয়ারির মধ্য দিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়ে দিলো, "যদি রাশিয়া আলোচনার পথে না হাঁটে! তাহলে কয়েক প্রজন্ম লেগে যাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির ধাক্কা কাঁটিয়ে উঠতে। তিনি আরও জানিয়েছেন, "এখনিই সময় এসেছে আলোচনা করায়, ইউক্রেনের অখন্ডতা রক্ষা করার, এই যুদ্ধ শেষ করতেই হবে। ইউক্রেনের পক্ষ থেকে আলোচনার বসার জন্য আহ্বান জানানো হচ্ছে"। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: