রবিবার, ২৭ মার্চ, ২০২২

ইউক্রেনীয় নারীকে বিয়ের প্রস্তাব দিল্লীর আইনজীবির

ukrainian-girl-and-delhi-lawyer-love-story
চিত্র: অনুভব ভাসিন ও ইউক্রেনীয় আনা

ওয়েব ডেস্ক: একদিকে যখন ইউক্রেন বিধ্বংস তখন অন্যদিকে এক প্রেমের সম্পর্ক সফলতা লাভ করলো। কথায় আছে, প্রেম কোনো সীমান্ত বোঝেনা। দুই দেশের সীমান্তের বেড়াজালকেও ভাঙ্গতে পারে সঠিক প্রেমের এপার-ওপার সম্পর্ক। মেয়ের বাড়ি জানেন কোথায়? সেই সাত-সমুদ্র পাড় করে ইউক্রেনের কিভ শহরে। আসল ঘটনা হলো ২০২০ সালের। তখন করোনা মহামারি, সারা ভারতবর্ষ তখন লকডাউন। আকাশপথে উড়ানে ক্ষেত্রেও নিষেধাজ্ঞ জারি। প্রয়োজন সূত্রে, দিল্লীতে এসেছিলো আনা। কিন্তু লকডাউন থাকায় আর নিজের দেশে ফেরা হয়নি। তখন দেখা হয় অনুভব ভাসিনের সাথে। তিনি একজন দিল্লী হাইকোর্টের আইনজীবী। ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। পরবর্তীকালে সেই বন্ধুত্ব প্রেমে পরিনত হয়। যদিও পরে উড়ানে ক্ষেত্রে নিষেধাজ্ঞ উঠে গেলে আনা নিজের দেশ ইউক্রেনে ফিরে যায়। কিন্তু তাও আনার সাথে অনুভবের যোগাযোগ ছিল। 

এদিকে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালায়। সবাই প্রাণ ভয়ে পোল্যান্ডের দিকে পালাতে ব্যস্ত। কিন্তু আনা তা না করে দিল্লীর ভালোবাসার উদ্দেশ্যে রওনা দেয়। জানা যায়, প্রথমে কিভ শহর থেকে লুভিভে আসেন সেখান থেকে স্লোভাকিয়া সীমান্তে আসেন পালিয়ে। এরপর ভারতের দূতাবাসের সাহায্যে দিল্লী বিমান বন্দরে এসে পৌঁছান নিজের অনুভবের কাছে। আনাকে সামনে পেয়েই অনুভব বিমানবন্দরে বসেই বিয়ের প্রস্তাব দেন। জানা যায়, অনুভব এবং আনা আগামী ১ মাসের মধ্যেই বিয়ের পিরীতে বসবেন।   
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: