বুধবার, ২ মার্চ, ২০২২

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: রাশিয়াকে জবাব দিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে, সরাসরি হুঁশিয়ারি জো-বাইডেনের

us-is-ready-to-respond-to-russia-a-direct-warning-from-us-president-joe-biden
চিত্র: বামদিকে মার্কিন প্রেসিডেন্ট ও ডানদিকে পুতিন

ওয়েব ডেস্ক: এবার সরাসরি রাশিয়াকে(Russia) হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের(US President Joe Biden)। স্টেট অফ দ্যা ইউনিয়নের প্রথম বক্তৃতায় জো-বাইডেন(US President Joe Biden) বলেন, "রাশিয়ার প্রেসিডেন্ট পূর্বপরিকল্পনা অনুযায়ী বিনা প্ররোচনায় ইউক্রেনের বিরুদ্ধের যুদ্ধ শুরু করেছে। তিনি কূটনৈতিক মহলের সর্ব প্রচেষ্টা খারিজ করে যুদ্ধে নেমেছে। রাশিয়া ভেবেছিলো, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করলে পশ্চিমী দুনিয়া সহ ন্যাটো চুপচাপ থাকবে! কিন্তু তা ভুল ভেবেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমাদেও বিভক্ত করে দিতে সক্ষম হবেন। কিন্তু তা উনি ভুল ভেবেছেন, আমরা সবাই প্রস্তুত আছি রাশিয়াকে জবাব দিতে"। 

telecom-care-mobile-repairing-training-centre-in-hooghly

কার্যত বলাই বাহুল্য, এই হুশিয়ারির ফলে রাশিয়া এখন এক ঘরে প্রায় এবং চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে সব রকম পরিস্থিতির সামাল দিতে। ইউক্রেনের মানুষ রাশিয়ার বিরুদ্ধে গর্জে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইতিমধ্যে রাশিয়ার উপর বিভিন্ন ভাবে আর্থিক নিষেধাজ্ঞ জারি হয়েছে। আন্তজার্তিক স্তরে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও রাশিয়াকে বাদ দিতে সক্ষম হয়েছি। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: