শুক্রবার, ৪ মার্চ, ২০২২

যুদ্ধ থামাতে জেলেনস্কি পুতিনের সাথে আলোচনায় বসতে চান

volodymyr-zelenskyy-says-direct-talks-with-vladimir-putin-for-stop-russia-ukrine-ways
চিত্র: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ওয়েব ডেস্ক: যতদিন যাচ্ছে ইউক্রেনের পরিস্থিতি আরও বিধংসী রুপ পেতে চলেছে। তাই এবার যুদ্ধ থামাতে সরাসরি আলোচনায় বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি(Volodymyr Zelenskyy) রাশিয়ার প্রেসিডেন্টের সাথে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, বেলারুশ সীমান্তে তৃতীয় দফায় শান্তি বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে সামনাসামনি হয়ে আলোচনায় বসে যুদ্ধ থামাতে বলবেন। গত বৃহঃস্পতি রাতে সাংবাদিক বৈঠকে জেলেনস্কি বলেন, "যুদ্ধ বন্ধ করার একমাত্র পথ রাশিয়ার প্রেসিডেন্টের সাথে মুখোমুখি আলোচনা"। এদিকে রুশ আগ্রাসন শুরু হতেই ইউক্রেন থেকে প্রায় ১০ লক্ষ মানুষ পালিয়ে গেছে। দিন-দিন সীমান্তে শরণার্থীর সংখ্যা বাড়ছে। দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনাতেও সমাধান হয়নি যুদ্ধ থামানোর বিষয়ে। শুধুমাত্র ইউক্রেনের অসামরিক জনগণকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সমাধান সূত্র বের করে আনা সম্ভব হয়েছে।  

  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: