শনিবার, ১৯ মার্চ, ২০২২

ফের সাইক্লোন! ঝড়ের গতিবেগ থাকবে ৭০ কিলোমিটার

weather-report-cyclone-coming-to-hit-andaman-on-monday
ফাইল চিত্র 

ওয়েব ডেস্ক: ফের সাইক্লোন! আগামী সোমবারই প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করেছে। বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রগুলি। ঘূর্ণিঝড় প্রসঙ্গে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে দক্ষিণ-পূর্বে একটি নিম্মচাপ সৃষ্টি হয়েছে। যা রবিবার ঘূর্ণিঝড়ের রুপ নেবে। তবে এই বাংলায় ঝড় আছড়ে পড়বে না কিন্তু তার প্রভাব দেখা যাবে। আগামী রবিবার থেকে নিম্মচাপ আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের উপর দিক দিয়ে যাবে। এরপর আগামী মঙ্গলবার উত্তর ও উত্তরপূর্ব দিক থেকে বাংলাদেশ উপকূল এবং মায়ানমারের দিকে অগ্রসর হবে। ইতিমধ্যে শনিবার থেকেই আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে হালকা বৃষ্টি শুরু হয়েছে যা আগামী রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিতে পরিনত হবে। সোমবারে ঝড়ের গতিবেগ থাকবে ৬০-৭০ কিলোমিটার। আগামী চারদিন বাংলায় বৃষ্টিপাতের সম্ভবনা নেই বলে আবহাওয়া অফিস সূত্রের খবর।
  • Published By: BIPRADIP DAS     

Share This

0 Comments: