শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

বাস হাইজ্যাক করে পালানোর সময় হাতে-নাতে ধরলো পুলিশ

while-hijacking-the-bus-and-fleeing-the-police-caught-him-by-the-hand
চিত্র: হাইজ্যাক করা সেই বাস

বিশ্বজিৎ মন্ডল: বাস হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আড়াইটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র ভবন ট্রাফিক সিগনালে। অভিযোগ, মালদা শহরের ৩৪ নং জাতীয় সড়কের ধারে একটি পেট্রোল পাম্পে রাখা ছিল বেসরকারি বাসটি। বাসের ড্রাইভার এবং খালাসী ঘুমাচ্ছিলেন ওই বাসের স্লিপারে। এইসময় অভিযুক্ত যুবক বাস চালু করে ৩৪ নং জাতীয় সড়ক ধরে কালিয়াচক এর দিকে নিয়ে যাচ্ছিল। 

আরও খবর, সোনা-নগদ লক্ষ টাকা পাচার করার আগেই গেপ্তার মালদায়

এমন সময় বাসের ড্রাইভার এবং খালাসীর ঘুম ভাঙলে তারা চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ট্রাফিক অফিসার প্রীতম সরকারের নেতৃত্বে আটক করা হয় বাসটি। বেগতিক দেখে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ট্রাফিক পুলিশ। তারা ধৃত যুবককে ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুমন সাহা (২৮) বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায়। বাস চুরির ঘটনায় সেদিন ব্যাপক শোরগোল পড়ে যায় রবীন্দ্র ভবন এলাকায়।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: