চিত্র: চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর |
ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত সফরে এসেছেন। ওয়াং ই সফরের মূল উদ্দেশ্যই ছিলো, দুই দেশের যোগাযোগ পুনরায় সুস্থ ভাবে শুরু করা। এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসংগে আমেরিকাকে কোনঠাসা করে ভারতকে পাশে পেতে, চিনের বক্তব্য, ভারত ও চিন মিলে কোনো বাক্য বললে তা বিশ্ব মানবে। এদিকে ২২সাল বছরের শেষের দিকে চিনের রাজধানী বেজিংয়ে আয়োজন হতে চলা ব্রিকস। সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানাবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। উল্লেখ্য, ভারতে আসার আগে চিনের বিদেশমন্ত্রী ওয়াং-ই পাকিস্তানের ইসলামবাদে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন দ্বারা আয়োজিত সভায় বক্তৃতা দিয়ে বলেন, "কাশ্মীর সম্পকে আমরা আজ আবারও আমাদের অনেক ইসলামিক বন্ধুর ডাক শুনেছি। এবং চীনও একই আশা প্রকাশ করে।" এই ভাষণ প্রসংগে ভারত বিরোধিতা করে জানায়, চিন কিংবা অন্য দেশের উচিত না কিংবা অধিকার নেই ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কোথাও মন্তব্য করা।
২০২০সালের এপ্রিল মাস থেকেই চিনের সাথে ভারতে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় এই থেকে শুরু হয় সম্পকের ফাঁটল। এদিন হায়দরাবাদ হাউজে চিনের বিদেশ মন্ত্রীর সাথে ভারতের বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকও হয়েছে। চিন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই এদিন শুধু আলোচনা হয়নি। এই বৈঠকে, আফগানিস্তান ও ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাস, ইউএনএসসি সংস্কারসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে এবং চিনে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীদের এবং প্রতিষ্ঠানগুলিতে ভ্রমণ সংক্রান্ত সমস্যাগুলি ভারতের বিদেশ মন্ত্রী তুলে ধরেন। দু'দেশের দ্বিপাক্ষিক সম্পক নিয়ে ভারতের স্পষ্ট বার্তা অতিথীকে আগে সীমান্ত দিয়ে সেনা প্রত্যাহার করুন। সীমান্তবর্তী এলাকা গুলী আগের মতো স্বাভাবিক রুপে ফিরিয়ে আনুন তারপর আবার পুনরায় দুই প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পক গড়ে উঠবে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: