বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

মুখ্যমন্ত্রীর নির্দেশের ২ ঘণ্টার মধ্যেই ব্লক সভাপতি আনারুলকে গেপ্তার

within-two-hours-of-the-chief-minister-directive-the-block-president-anarul-was-arrested
চিত্র: ব্লক সভাপতি আনারুল হোসেন

ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিহত পরিবারদের সাথে কথা বলার সময় পুলিশকে নির্দেশ দিয়ে বলেছিলেন, "আনারুল হয়, থানায় গিয়ে আত্মসমর্পণ করবে নয়ত সরাসরি খুঁজে গেপ্তার করবে"। নির্দেশের ২ ঘণ্টার মধ্যেই তারাপীঠ থেকে ব্লক সভাপতি আনারুলকে গেপ্তার করে। গোপন সূত্রে খবর পেয়েই গেপ্তার। আনারুল বীরভূমের রামপুরহাট শহরের সন্ধিপুর এলাকায় স্থানীয় বাসিন্দা। এক সময় আনারুল কংগ্রেসের সমর্থক ছিলেন। তখন পেশা হিসেবে রাজমিস্ত্রির কাজ করতেন। তৃনমূল তৈরি হবার পর থেকে দিদি অনুগামী হতে তৃনমূলে নাম লেখায়। জানা যায়, আনারুল রাজনীতির ময়দানে বেশ নিজেকে দক্ষ সংগঠক হিসেবে প্রমান করে। এরপর পরবর্তীকালে রামপুরহাটের বিধায়ক আশিস বন্ধোপাধ্যায় ও বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আজ সাংবাদিক বৈঠক করে জানান, "মুখ্যমন্ত্রী নাটক করছেন এখন, ব্লক সভাপতি কি পুলিশ চালায়? তাহলে কেন পুলিশ যেতে বারণ করেছিলেন? "  
  • Published By: BIPRADIP DAS  

Share This

0 Comments: