চিত্র: পাক-প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ |
ইসলামবাদ: রবিবার পাক-পার্লামেন্টে নিম্মকক্ষে আনাস্থা ভোট। সেই আনাস্থা প্রস্তাব এনেছিলো প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল "পাকিস্তান মুসলিম লীগ"। গত বৃহ:স্পতিবার রাতে ১১ টায় পাক প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন। সেই ভাষণে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য বিদেশী শক্তিকে দায়ী করেছে। ইমরান খান জাতিকে বোঝাতে চান, তৎকালীন বাংলার নবাব সিরাজ উদ-দৌল্লাহকে তার সেনাবাহিনীর সেনাপ্রধান মীরজাফর ও তার সাথীরা মিলে চক্রান্ত করে কিভাবে নবাবের সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করেছিলো। পলাশির যুদ্ধে মীরজাফর জিতে বিদেশী শক্তিকে(ব্রিটিশ) কীভাবে সুবিধা পাইয়ে দিয়েছিলো এমন উদাহরণও টানেন।
তিনি তার বিদেশনীতি নিয়েও বকৃত্বা দিয়ে বলেন, "আমাদের বিদেশনীতি স্বাধীন। সে বলে আমরা ভারত বিরোধী নই বা আমেরিকা বিরোধী নই, আমরা নিরপেক্ষ আবার কারোর শত্রুও নই"। ভারতের প্রসঙ্গে ইমরান খান জানান, "আমি ভারতের সাথে বন্ধুত্ব করতে চেষ্টা করেছি বরাবর, তবে বাবরি মসজিদ ৫-ই আগষ্টের ঘটনার প্রতিবাদ করেছিলাম এবং কাশ্মীর ইস্যু নিয়ে"। এছাড়াও পাক-প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, "ভারতে এক সাংবাদিকের লেখা বইতে সুস্পষ্ট ভাবে লেখা আছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে নেপালে গোপন বৈঠক করেছিলেন"।
- Published By: BIPRADIP DAS
Categories:
নবাব সিরাজ উদ-দৌল্লাহ
পলাশির যুদ্ধ
পাকিস্তান
মীরজাফর
0 Comments: