শনিবার, ২ এপ্রিল, ২০২২

'পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা তোমার নেই', কটাক্ষ ইমরান খানের প্রাক্তন স্ত্রীর

You-dont-have-the-skills-to-be-the-prime-minister-of-pakistan-said-imran-khan-ex-wife
চিত্র: ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান

ওয়েব ডেস্ক: আগামী রবিবার পাকিস্তানের পার্লামেন্টে আনাস্থা ভোট। সেখানেই ভাগ্য নির্ধারণ হবে পাক-প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অবস্থা এখন ঘরে বাইরে শত্রু সাথে প্রাণনাশের হুমকি। এবার খোদ ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান কটাক্ষ করে টুইটে বলেন, "ইমরান এখন ইতিহাস। ২০১৮ সালে "নতুন পাকিস্তান" গড়ার নামে যে জঞ্জাল ছড়িয়েছে তা পরিস্কারের দিকে আমাদের লক্ষ রাখা উচিত। যখন তুমি প্রধানমন্ত্রী ছিলে না তখন পাকিস্তানের অবস্থা ভালো ছিলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা তোমার নেই। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: