বুধবার, ২০ এপ্রিল, ২০২২

ভরতপুরের নদীর পাড় থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

a-bag-full-of-bombs-was-recovered-from-the-river-bank-of-bharatpur
চিত্র: নদীরপাড়ে ব্যাগ ভর্তি বোমা

আইয়ুব আলী: মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পার হাউজ এর কাছে বোমা উদ্ধার। ঘটনা সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া পার হাউস এর কাছে নয়ানজুলিতে ব্যাগভর্তি সকেট বোমা দেখতে পান বিনোদিয়া গ্রামের কিছু বাচ্চা ছেলে। ওই নয়ানজুলিতে অল্প জল থাকায় সেখানে মাছ ধরার জন্য ওই ছেলেগুলি যায়। গিয়ে দেখে একটা ব্যাগ পড়ে থাকতে। তখন তারা ব্যাগটি খুলে দেখে কিছু সকেট বোমা ব্যাগের মধ্যে আছে। তৎখানিক ছেলেগুলি সাথে সাথে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পারভেজ চৌধুরী ও ভরতপুর অঞ্চলের ইএ উজ্জল মুখার্জিকে খবর দেয়। ওই খবর পেয়ে পারভেজ চৌধুরী ও উজ্জল মুখার্জি ঘটনাস্থলে পরিদর্শনে যান। সেখানে গিয়ে ব্যাগভর্তি সকেট বোম দেখতে পান। এরপর ভরতপুর থানায় ফোন করলে ভরতপুর থানার ওসি রাজু মুখার্জি, পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বোম গুলিকে উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার জন্য প্রস্তুতি নেন। 

তবে কে বা কারা এই সকেট বোম ফেলে রেখে গেছে তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ আধিকারিকরা। পুলিশের অনুমান যে ভরতপুর থানার পুলিশ কিছুদিন ধরে ভর্ত থানা এলাকায় তল্লাশি শুরু করেছে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং বোমা গোলাবারুদ উদ্ধারের উদ্দেশ্যে। এ থেকে অনুমান দুষ্কৃতী তা আগে থেকেই অনুমান করতে পেরে হয়তো এই নয়ানজুলিতে ফেলে রেখে চলে যায় ব্যাগ ভর্তি বোমা। এই ঘটনা প্রসঙ্গে ভরতপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: