সোমবার, ১১ এপ্রিল, ২০২২

ইমরান খানের সমস্ত সাংসদ সদস্যদের ইস্তফা

all-the-mp-of-imran-khan-have-resigned
চিত্র: প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান

ইসলামবাদ: অবশেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) সমস্ত সাংসদ সদস্যরা ইস্তফা দিলেন। দুপুরে পাক সংসদে অধিবেশন শুরু হয়। ইস্তফা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ফলে আর ভোটাভুটিনির্ভর হতে হলো না পাক প্রধানমন্ত্রী বাছাইয়ে। সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরিফ যিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই। সোমবার রাত ন'টায় শপথ নিতে পারেন শাহবাজ। ফলে, পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন শাহবাজ শরিফ। যদিও আজ অবধি কোনো পাক প্রধানমন্ত্রীই ক্ষমতার মেয়াদ উত্তীর্ণ করতে পারেননি তা পাক সেনাবাহিনীর জন্য হোক কিংবা বিরোধীদের রোষের মুখে!

বলা যায়, পাকিস্তানের রাজনীতিতে পোড় খাওয়া ব্যক্তিত্ব শাহবাজ শরীফ। তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সামলেছেন বিগত দিনে। তিনি পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। শোনা যাচ্ছে এবার বুঝি ভাই দেশের মসনদে বসার আদলে দাদা নওয়াজ শরীফের ফেরার পথ সুগম হলো।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: