মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

আজ থেকে খুলে গেল বাগডোগরা এয়ারপোর্ট

bagdogra-airport-is-open
চিত্র: বাগডোগরা আন্তজার্তিক বিমানবন্দর

সজল দাশগুপ্ত: আজ থেকে ফের খুলে গেল বাগডোগরা আন্তজার্তিক বিমানবন্দর। গত পনেরোদিন ধরে বাগডোগরা আন্তজার্তিক বিমানবন্দর বন্ধ ছিলো রানওয়ের সংস্কারের ফলে। অবশেষে রানওয়ে সংস্কারের পর আজ থেকে খুলে গেলো এয়ারপোর্ট। বন্ধ থাকায় সমস্যায় পড়ে গিয়েছিলেন নিত্যদিনের যাত্রীরা। বিমানবন্দর বন্ধ থাকায় যেভাবে ভীড় বাড়ছিল ট্রেন এবং বাসের তাতে চিন্তায় পড়ে গিয়েছিলেন পরিবহন কতৃপক্ষ। প্রায় চারগুন বেড়ে গিয়েছিল বাস এবং ট্রেনের ভীড়। এদিকে বিমানবন্দর বন্ধ থাকায় বহু পর্যটকও আটকে গিয়েছিলেন তারা পাহাড়েই। অবশেষে আজ থেকে পাকাপাকি ভাবে উড়ান শুরু হয়ে যাওয়ায় শান্তিতে নিত্য-যাত্রীরা। 

গতকাল থেকেই ভীড় জমতে শুরু করেছিল এয়ারপোর্টের এলাকা চত্ত্বরে। যাত্রীরা আশেপাশের হোটেল বুকিং করে গিয়েছিলেন দুদিন আগের থেকেই। বাগডোগরা এয়ারপোর্ট খুলে যাওয়ায় শান্তিতে নেতাজী আন্তর্জাতিক বিমানবন্দর কতৃপক্ষও। গোটা উত্তরবঙ্গের বিমান পরিসেবা আটকিয়ে গিয়েছিল উত্তরবঙ্গের বিমান পরিসেবা বন্ধ থাকায়। এদিন বিমানবন্দর খুলে যাওয়ায় আনন্দিত হোটেল কর্মীরাও।তারা জানান এয়ারপোর্টের আশেপাশের হোটেলগুলি এই পনেরোদিনে প্রায় বন্ধ ছিল আজ খুলবে এই খবর আসায় দুদিন আগের থেকেই ভীড় করেছিলেন যাত্রীরা।এয়ারপোর্ট খুলে যাওয়াতে খুশী বিমান কর্মীরাও।তারাও জানালেন একদিন প্রায় বসেছিলেন তারা,আজ খুলে যাওয়ায় অনেকটাই শান্তি পেলেন তারা।জানালেন এতে উপকৃত হবেন সবাই।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: