সোমবার, ৪ এপ্রিল, ২০২২

অবৈধ সম্পর্ক সন্দেহে জেরে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যান্ডেলে

bandel-accused-of-murdering-his-wife-on-suspicion-of-having-an-illicit-affair
চিত্র: অভিযুক্ত স্বামী সানি পাশি

শুভজিৎ চক্রবর্তী, হুগলি: অবৈধ সম্পর্কের সন্দেহে জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ মৃত মহিলার নাম রানি পাশি। বয়স ২২ বছর। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে চুঁচড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলীর ব্যান্ডেলের লোকপাড়ার বানজার পাড়ায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, রবিবার রাতে মদ্যপ অবস্থায় স্বামী তাঁর স্ত্রীর মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে। তাতেই মৃত্যু হয় স্ত্রীর। পরে খুন করে রেলের পরিত্যক্ত জায়গায় জঙ্গলে ফেলে দেয় স্বামী সানি পাশি। স্ত্রীকে খুনের পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে স্বামী। সোমবার সকালে ব্যান্ডেল ফাঁড়িতে গিয়ে ধরা দেয় সে। দেড় বছর ধরে সানি ও তাঁর স্ত্রী রানি পাশি বিয়ের পর ব্যান্ডেলে থাকত। সেভাবে কেউ কোনও কাজ করতে দেখেনি সানিকে। কী করত কেউ জানেও না। এর আগে সানি দু'টি বিয়ে করে। তৃতীয় স্ত্রী রানি পাশি অন্য পুরুষে আসক্ত ছিল এমনই সন্দেহের বশে খুন স্বীকারোক্তি অভিযুক্ত স্বামীর। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচড়া থানার পুলিশ। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: