শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

ভারতের প্রশংসার পঞ্চমুখ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

boris-johnson-the-five-faced-british-prime-minister-of-India
চিত্র: ব্রিটিশ প্রধানমন্ত্রী পাশে ভারতের প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: গত বৃহস্পতি বার ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিষ জনসন। সফরের মূল এজেন্ডা হিসেবে ছিলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ভারত গত মাসে রাশিয়ার কাছ থেকে তেল কিনেছিল কম দামে। যা পশ্চিমী দেশগুলি ভালো ভাবে নেয়নি। পশ্চিমী দেশগুলি চেয়েছিলো ভারত রাশিয়ার সম্পর্কে নিন্দা করুক। কিন্তু ভারত প্রথম থেকেই যুদ্ধবিরোধী এবং নিরপেক্ষ ছিলো। বরং আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেবার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিন জনসন এবার ভারত সফরে এসে রাশিয়া প্রসঙ্গ নিয়ে চুপ থেকে উলটে ভারতের প্রশংসার পঞ্চমুখ। 

এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে দাঁড় করিয়ে বলেন, ''আমার মনে হয় না এর আগে ভারতের সঙ্গে ব্রিটেনের এত মজবুত ও ভাল সম্পর্ক ছিল । যেভাবে ভারতে আমাকে স্বাগত জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে গুজরাত যেভাবে আমাদের গতকাল স্বাগত জানিয়েছে, তা অনবদ্য। আমি এরকম আনন্দের স্বাগত অনুষ্ঠান আগে দেখিনি। আমি সাধারণত এই ধরনের স্বাগত অভ্যর্থনা বিশ্বের কোনও জায়গায় পাইনি।''
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: