মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

আজ বালিগঞ্জ এবং আসানসোল কেন্দ্রে উপনির্বাচন

by-elections-in-baliganj-and-asansol-today
চিত্র: উপনির্বাচন কেন্দ্রে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

ওয়েব ডেস্ক: রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন আজ। বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা এই দুটি কেন্দ্রের উপনির্বাচন হবে। একদিকে বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। অন্যদিকে আসানসোল লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী তথা বিজেপির প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহা। টানটান উত্তেজনা দুই কেন্দ্রেই। পাল্লা দিয়ে সিপিএম ও বিজেপিও দিয়ে হেভিওয়েট প্রার্থী। প্রতিটি বুথে একজন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার থাকবে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দুই কেন্দ্রই। ১০ হাজারের বেশি ভোটকর্মী নির্বাচনী দায়িত্বে থাকবেন।

 এই দুই কেন্দ্রে উপনির্বাচন হবার কারণ,  বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ওই আসনটি খালি হয়ে যায় এদিকে আসানসোলে বিজেপি সাংসদ পদ থেকে বাবুল সুপ্রিয় ইস্তফা দিলে সেই আসনটি ফাঁকা হয়ে যায়। দুই কেন্দ্রের বুথ সংখ্যা ২১০২ টি। সোমবার আট হাজারেরও বেশি পোলিং কর্মী এবং আট হাজারেরও বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে বিভিন্ন বুথে উপস্থিত হয়েছে।

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: