বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

হাঁসখালীর নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দিতে হবে রাজ্যকে: হাইকোর্ট

calcutta-highcourt-asked-for-investigation-report-and-direct-to-give-security-to-family-and-witness
চিত্র: কলকাতা হাইকোর্ট

ওয়েব ডেস্ক: গত মঙ্গলবার হাঁসখালী ধর্ষণকান্ডের জনস্বাথ মামলা শুনানির জন্য গ্রহণ করয়েছে।হাঁসখালী ধর্ষণকান্ডে এবার নির্যাতিতার পরিবারকে পুলিশি নিরাপত্তা দিতে হবে এমনটাই নির্দেশ রাজ্য সরকারকে দিলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানায়, ২০১৮ সালের ভারতের সুপ্রিম কোর্টের "সাক্ষী নিরাপত্তা স্কীম" এর নিয়ম কার্যকর করতে হবে এবার। রাজ্যকে দায়িত্ব নিয়ে নির্যাতিতার পরিবারকে সুরক্ষিত রাখতে হবে এবং এটাও দেখতে হবে রাজ্যের কোন স্থান তাদের জন্য সুরক্ষিত। পাশাপাশি তাদের পরিচয় গোপন রাখাও জরুরি। 

  • Published By: BIPRADIP DAS     


Share This

0 Comments: