বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

সুফল বাংলা স্টল ৫০০ টি করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

chief-minister-mamata-banerjee-has-directed-to-set-up-500-sufal-bangla-stalls
চিত্র: সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ওয়েব ডেস্ক: সারাদেশ জুড়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য ঊর্ধ্বমুখী। মাত্র ১৭ দিনের মধ্যে ১৪ বার জ্বালানীর দাম বৃদ্ধি হয়েছে। একেই বুঝি বলে "আচ্ছে দিন!" এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বলছেন, "দাম বাড়ানো তা কেন্দ্রের বিষয়। আমাদের ক্ষমতার মধ্যে যেটুকু রয়েছে চেষ্টা করছি দাম কমানোর, কেন্দ্র দাম বৃদ্ধি রুখতে কোনো ব্যবস্থা নিচ্ছেনা।" রাজ্যে ইতিমধ্যে সুফল বাংলার স্টল আছে ৩৩২ টি। তা ৫০০ করার কথা বলছেন এদিন সাংবাদিক বৈঠকে। আরও বলেন, স্টলগুলি সকাল ৮ টা থেকে ১১ টা এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে। সুফল বাংলার লাভ একটাই, খুচরো বাজারে যে দাম তার থেকে অনেক কম দাম থাকে সুফল বাংলা স্টলে। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, "রমজান মাস ও সামনের পহেলা বৈশাখের মাসে যেন ফল-সবজির দাম না বৃদ্ধি ঘটে, তার দিকে লক্ষ রাখতে হবে"।     

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: