শনিবার, ২ এপ্রিল, ২০২২

কটাক্ষ সুরে সিবিআই ও পুলিশকে পরামর্শ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির

chief-justice-of-the-supreme-court-advised-the-CBI-and-the-police-in-a-sarcastic-tone
চিত্র: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা

ওয়েব ডেস্ক: এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা পুলিশের দুনীতি নিয়ে সরব হয়েছেন। পুলিশের বিশ্বাসযোগ্যতা-ভরসা নিয়ে এখন সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন উঠছে। পুলিশের পাশাপাশি সিবিআইকেও এক হাত নিয়ে বলেন, "যদি রাজনৈতিক নেতাদের সঙ্গে আঁতাত না ভাঙেন, তাহলে সাধারণ মানুষ কোনওদিন ভরসা করবে না পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে"।রামনা সাহেব জানান, "এমন একটি সংগঠন দরকার এখন যা কোনো সরকারের অধীনে থাকবে না অথাৎ সরকার মুক্ত সংগঠন যাদের অধীনে সিবিআই এবং পুলিশ এরা কাজ করবে। সিবিআই বা সিআইডি বা পুলিশ এরা সরকার নিয়ন্ত্রিত এবং লোকবলের অভাবে তথ্য সংগ্রহে না করতে পারাতেই এমন অবস্থা আজকের দিনে পরিস্থিতি।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: